অনেকেই মোটিভেশন পেতে উদ্দেশ্যমূলক মোটিভেশনের বই পড়েন, ইউটিউবে খুঁজে খুঁজে ভিডিও দেখেন।
ইহাকে ঠিক হাস্যকর বলছি না। তবে, ‘মোটিভেশন’ যেটাকে বাংলায় বলা যায় ‘প্রেরণা’, শব্দটি এসেছে ‘মোটিভ’ থেকে যার অর্থ উদ্দেশ্য বা অভিপ্রায়।
আপনি কোথা থেকে কখন মোটিভেশন পাবেন তার নিশ্চয়তা নেই, হতে পারে আপনার বাবার বলা কোন কথা থেকে অথবা হতেই পারে কোন ভিডিও থেকে বা কোন বই থেকে।
কিন্তু যখন আপনি এজন্যই একটা বই পড়বেন যে এই বইটা কেবল মোটিভেশন নিয়ে, এতে অনেক মোটিভেশন আছে তখন ব্যাপারটা দাঁড়ায়, আপনি হন্যে হয়ে মোটিভেশন খুঁজছেন।
এত বিপুল সংখ্যক তরুণের হন্যে হয়ে মোটিভেশন খোঁজা থেকে তরুণদের মানসিক অবস্থা সহজেই অনুমেয়।
সোহান সরকার ৪ মার্চ, ২০১৯