একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ালেখার সময় কি পড়ে? তারা বোধ হয় কম্পিউটার খুলে ভেতরে কি কি আছে এসব নিয়ে পড়ে, এ ধারণা অল্পসংখ্যক মানুষের হলেও অধিকাংশ মানুষের ধারণা, এরা কম্পিউটার চালানো শেখে।
যেহেতু কম্পিউটার একটি জটিল যন্ত্র তাই সাধারণ মানুষ ভেবে বসে যে এর মধ্যে অনেক কিছু আছে যা সবাই চালাতে পারে না, সেগুলো চালানোই ইঞ্জিনিয়াররা শেখে।
ভাবনাগুলোকে খারাপ বলছিনা কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ার কি করে এটা সবার জানা উচিত, এমনটি নয়।
ইঞ্জিনিয়ারদের কাছে সাধারণত পরিচিতদের আশা থাকে ওএস, অফিস ইনস্টল করা পর্যন্ত এবং কোন কাজ করতে অসুবিধা হলে দেখিয়ে নেওয়া।
কিন্তু অবাক লাগে যখন কিছুটা শিক্ষিত কোন লোক মনে করে, আরে, এক্সেলের কাজ না জানলে সে আবার কম্পিউটারের কিছু জানে নাকি! আবার তাদের কেউ কেউ মনে করে, ভাল ইঞ্জিনিয়ার হলে সে ফেসবুক আইডি হ্যাক করতে পারে।
একদম অসম্ভব বিষয় না হলেও ফেসবুক হ্যাক করা মোটেও সহজ কাজ নয় যদি ব্যবহারকারী অসচেতন না হয়। কারো ফেসবুক আইডি হ্যাক হলে মূলত সেটা হয় ব্যবহারকারীর অসতর্কতার কারণে। সাধারণত সেগুলো বেশ সহজ উপায়ে হ্যাক করা হয় যা শেখার জন্য মোটেও ইঞ্জিনিয়ার হতে হয় না।
এক্সেলের কাজ করা ইঞ্জিনিয়ারদের কাজ না। কেন না, এটা বুঝানোটাও ইঞ্জিনিয়ারদের কাজ না। কেউ যদি জানতে চায় যে আপনি কি এমন কিছু বানাতে পারবেন যেটাতে এক্সেলের কাজ করা যায়? তার সাথে নাহয় কথা বলা যায়, তাকে নাহয় বোঝানো যায়।
কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ব্যাপারে না জানা থাকতেই পারে। একজন এক বিষয়ে জানে তো আরেক বিষয়ে জানে না, এটাই স্বাভাবিক। কিন্তু খারাপ হল, নিজে একটা ধারণা করে নিয়ে অন্য কাউকে জানে না মনে করা।
সোহান সরকার ৪ সেপ্টেম্বর, ২০১৮