প্রযুক্তি, মুঠোফোন ও নিরাপত্তা

২০১৭ তে একটা স্টেটাস লিখেছিলাম, যেখানে বলেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে মানুষ প্রযুক্তির ব্যবহার শিখে ফেলছে, কিন্তু শিখছে না নিরাপত্তার ব্যাপারগুলো। (https://goo.gl/9R5avZ)
গত কয়েকদিন দেখেছি, একটা অ্যাপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা গ্রাহকের ব্যক্তিগত এসএমএস সহ অন্য কিছু তথ্য হাতিয়ে নিচ্ছে। কিন্তু অভিযোগটি আসলেই করা যায়? করেইবা লাভ কি? কারণ, শুধু ওই অ্যাপই নয় আরো অনেক অ্যাপকেই হয়ত আপনার ব্যক্তিগত তথ্য নেয়ার উপায় বা অনুমতি আপনি নিজেই দিয়ে রেখেছেন।
আপনার মুঠোফোন, কম্পিউটার বা অন্য কোন যন্ত্র ইন্টারনেটে যুক্ত থাকার মানেই হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য কিছুতেই পুরোপুরি নিরাপদ নয়। তবুও নিরাপত্তার বিষয়গুলো যথাসম্ভব জানা ও মানা উচিত।
অ্যান্ড্রয়েড ফোনের সাধারণ নিরাপত্তা বিষয়ক একটা বিষয় জানাচ্ছি (অনেকেই হয়ত জানেন, যারা জানেন না কেবল তাদের জন্য)।
আপনার মুঠোফোনের settings এর app & notifications থেকে নির্দিষ্ট অ্যাপ এর permission বন্ধ করতে পারেন। তবে কেবল যেই অ্যাপ এর জন্য যে permission এর দরকার নেই সেটিই বন্ধ করবেন। ইচ্ছামত করলে দেখা যাবে হয়ত অ্যাপ তার কাজ করতে পারছে না, যেমন, ক্যামেরা অ্যাপ এর camera permission বন্ধ করে দিলে দেখা যাবে ছবি তুলতে পারছেন না।
বর্তমানে অনেকেই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করছেন। লক্ষ্য করছি যে বিশেষ করে বয়স্কদের অনেকেই ব্যবহার করছেন কিন্তু ব্যবহার খুব ভাল জানেন না। নিঃসন্দেহে স্মার্টফোন, ইন্টারনেট যথাযথভাবে ব্যবহার করা ভাল। সেই সাথে সঠিক ব্যবহার ও নিরাপত্তার বিষয়গুলো জানাটা অনেক জরুরী, যেহেতু কেউ চান না যে তার ব্যক্তিগত এসএমএস, ছবি অথবা অন্য কোন ধরণের ফাইল বা তথ্য অন্যকারো কাছে চলে যাক।
সোহান সরকার
১২ নভেম্বর, ২০১৮

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।