আপনি অসুস্থ নাকি আশেপাশের মানুষ অসুস্থ, এতকিছু চিন্তা করার কোন দরকার নেই, মাস্ক পড়ার নিয়ম সব সময় একই।
কোন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হলেই সামাজিক যোগযোগ মাধ্যমে সে সংক্রান্ত কোন একটা কিছু দেখা যায় ছড়িয়ে পড়েছে। আসলে তো একা কিছু ছড়িয়ে পড়ে না, মানুষই না বুঝে ছড়ায়।
মাস্কের রঙিন দিক কখন বাইরে থাকবে আর সাদা দিক কখন বাইরে থাকবে এ নিয়ে কিছু পোস্ট অনেককেই শেয়ার করতে দেখলাম। কেউ কেউ দেখলাম সাদা দিক বাইরে রেখে মাস্ক পড়ে ছবিও দিচ্ছে। আসলে মাস্ক পড়ার এমন কোন নিয়ম নেই। রঙিন দিকটাই সব সময় বাইরে থাকবে, এভাবে ব্যবহার করার জন্যই ওই মাস্কগুলো বানানো হয়।
কিছুদিন আগে যখন ধর্ষণ নিয়ে কথা হচ্ছিল তখন ফেসবুকে কিছু পোস্ট দেখা যাচ্ছিল যেখানে দেখানো হচ্ছিল কিভাবে ধর্ষককে ঘায়েল করে বেঁচে আসা যায়। ওই পরিস্থিতিতে পড়লে কি আসলে সহজে কেউ এগুলো করতে পারবে? কখনো ছিনতাইকারীর কবলে পড়লে হয়তো ব্যাপারটি বুঝতেন যে এমন পরিস্থিতিতে সাহস আর শক্তি পাওয়া খুব সহজ নয়। যা হোক, মেয়েদের একটি সাধারণ সর্তকতা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তা হল, একা কোথাও যেতে হলে সেটা সামান্য দুরুত্ব হলেও হেটে না গিয়ে অন্তত রিকশায় যাওয়া। আর লোক আছে কিন্তু দুই-চার জনের বেশি না এমন যানবাহনের না ওঠা।
কথা হল, অন্যের উপকারের জন্যই যখন শেয়ার করেন, কিছু শেয়ার করলে বুঝে-শুনে শেয়ার করাই ভাল।
সোহান সরকার ১ ফেব্রুয়ারি, ২০২০