কথিত সবে বরাত ও রোজা

ফরজ সহ প্রায় সব সুন্নত, নফলের খবরই না রেখে যারা শবে বরাত নিয়ে অনেককিছু ভাবে ও করে তাদের কথা বলছি না, বলছি যারা জানে বা স্বীকার করে যে কথিত শবে বরাত উপলক্ষে রোজা রাখার বিধান ইসলামে নেই কিন্তু আবার ঠিকই রোজা রাখে তাদের নিয়ে। তাদের অনেকে আবার এটাও বলে যে তারা জানে, এ ধরণের রোজা নেই, আসলে এমনি নফল রোজা রেখেছে বা অন্য কারণে রোজা রেখেছে।
তারা বছরে আর কয়টি নফল রোজা রাখে সেই প্রশ্ন থাক, কথা হল, তারা যে রোজাটি রাখছে তা কোন নিয়তে রাখছে সেটি নিশ্চয়ই আল্লাহ্ জানেন। হাদিসেও রয়েছে যে প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে হয়।
আর বছরের এই দিন কেন এত গুরুত্ব দিয়ে রোজা রাখা হচ্ছে? তারা যদি চালাকি করতে চায় যে শবে বরাতের রোজা থেকে থাকলে এটা সেই রোজা, নাহলে এমনি নফল রোজা, তাহলে এই চালাকিটা কার সাথে করছে, আল্লাহ্-র সাথে? যদি তাই হয় তাহলে কাজটি কেমন হচ্ছে বা পরিণামই বা কি হতে পারে, ভাবার অনুরোধ রইল।
সোহান সরকার
৯ এপ্রিল, ২০২০

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।