ইফতারের সঠিক সময়

আপনার এলাকায় ইফতারের সঠিক সময় কখন:
আপনার ফোনের লোকেশন সার্ভিস অন থাকলে গুগলে শুধু sunset লিখলেই আপনার এলাকার সেদিনের সূর্যাস্তের সঠিক সময় দেখাবে। লোকেশন অন না থাকলে সানসেট আর আপনার এলাকা বা উপজেলার নাম লিখলেও চলে আসবে। যেমন, আপনি যদি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাতে থাকেন তাহলে গুগলে sunset in rajibpur kurigram লিখলেই হবে।
গুগলে কতটা কত মিনিট সে হিসেব দেখায়, সেকেন্ড তো কমবেশি হতে পারে, এমনটি ভাবলে না হয় এক মিনিট অপেক্ষা করবেন, নিশ্চয়ই চার/পাঁচ মিনিট নয়। কিছু ওয়েব সাইট আছে, যেমন https://sunrise-sunset.org এখানে একদম সেকেন্ড সহ সূর্যাস্তের সময় দেখায়। আপনার ঘড়ি ঠিক আছে নাকি সেটি সন্দেহ হলে সঠিক সময় দেখে নিতে পারেন https://time.is থেকে।
আধুনিক যুগে এসে এখন খুব নিখুঁতভাবে সূর্যাস্তের সময় জানা যায়। সূর্যাস্তের সময় জেনে সঠিক সময়ে ইফতার করুন। রাসূল (সঃ) আমাদের তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন।
সাহল ইব্‌নু সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে।
সহিহ বুখারী, হাদিস নং ১৯৫৭
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ দ্বীন বিজয়ী থাকবে যতদিন লোকেরা অবিলম্বে ইফতার করবে। কেননা ইহুদী ও খৃস্টানরা বিলম্বে ইফতার করে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩৫৩
সোহান সরকার
২৫ এপ্রিল, ২০২০

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।