মায়েরা যদি আমাদের জন্য ছেলে দিবস বা মেয়ে দিবস পালন করতেন জানি না কেমন হতো।
যা হোক, “মা দিবস” এর ইতিহাস আমরা অনেকেই জানি না। আমরা আসলে বেশিরভাগ জিনিসেরই ইতিহাস জানি না, জানার চেষ্টাও করি না। সবাই যা করে তা করে ভদ্র সমাজে টিকে থাকার চেষ্টা করি।
মা দিবসের শুরুটা হয় গ্রিক দেবী সিবেল-এর আরাধনার উদ্দেশ্যে উৎসব পালন করার মাধ্যমে। পরবর্তীতে ব্রিটিশ ও ইউরোপে খ্রিস্টানদের কিছু সম্প্রদায়ের পঞ্জিকাতে মাদারিং সানডে নামে নির্দিষ্ট রবিবারে এ ধরণের দিবস ছিল। এখন মে মাসের দ্বিতীয় রবিবার ছাড়াও ভিন্ন ভিন্ন সময়ে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে এবং দিবসটি নিয়ে বিভিন্ন মত রয়েছে।
১৮৭০ সালে জুলিয়া ওয়ার্ড হোই এর “মা দিবসের ঘোষণাপত্র” ছিল যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মা দিবস পালন শুরুর একটি প্রচেষ্টা। এরপর মে মাসের দ্বিতীয় রবিবার দিবসটি পালনের ইতিহাস দেখলে দেখা যায়, ১৯০৫ সালে সমাজকর্মী আনা জার্ভিস দিবসটির ব্যাপারে প্রচারণা শুরু করেন। এর কয়েক বছর পর থেকে এটি এই দিনে পালিত হয়ে আসছে। পরবর্তীতে দিবসটি খুব বেশি বাণিজ্যিক হয়ে পড়লে তিনি নিজেই এর বিরোধিতা শুরু করেছিলেন।
সোহান সরকার ১০ মে, ২০২০