ইদানিং বিভিন্ন জায়গায় দেখা যায় ১৫০/২০০ টাকায় আনলিমিটেড গুগল ড্রাইভ বিক্রি করছে, তাও নাকি আজীবন ব্যবহার করা যাবে। আবার অনেকে এগুলো ফ্রিতেও পাচ্ছেন।
প্রথমত জেনে রাখা ভাল যে গুগল আমাদের ফ্রিতে মাত্র ১৫ জিবি স্টোরেজ দেয়। এর বাইরে তারা বিভিন্ন মেয়াদে স্টোরেজ বিক্রয় করে। ব্যক্তিগত ব্যবহারের জন্য গুগলের ১০০ জিবি স্টোরেজ ১ বছরের জন্য ক্রয় করতে খরচ হয় আমাদের দেশের টাকায় ১৬০০ টাকার মত। অর্থাৎ গুগলের ১০০ জিবি স্টোরেজ ব্যবহার করার জন্য প্রতি বছর দিতে হয় ১৬০০ টাকা। সেখানে এমনিতেই আনলিমিটেড স্টোরেজ কিভাবে পাওয়া যাচ্ছে?
আমি যখন নর্থ সাউথের ছাত্র ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের ইমেইলে আমাদের সবাইকে আনলিমিটেড গুগল ড্রাইভ দেওয়া হয়। এখন আমি চাইলে আপনার ড্রাইভের সাথে একটা ফোল্ডার শেয়ার করলে আপনি সেখানে আনলিমিটেড ফাইল রাখতে পারবেন। আসলে সেই ড্রাইভে আমি নিজেও ব্যক্তিগত ফাইল রাখি না। এ ধরণের প্রাতিষ্ঠানিক ড্রাইভ ঠিক ব্যক্তিগত ব্যবহারের জন্যও না, যেমন বিশ্ববিদ্যালয় নিজের হলেও আমরা চাইলে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে গিয়ে ঘুমাতে পারি না বা অন্য কোন কাজে ব্যবহার করতে পারি না।
যেটা নিয়ে কথা হচ্ছে, আনলিমিটেড গুগল ড্রাইভ, আমাদের দেশের খুব কম বিশ্ববিদ্যালয়ে এ ধরণের সুবিধা থাকলেও বিদেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্য ধরণের প্রতিষ্ঠানে এসব রয়েছে।
১৫০/২০০ টাকায় বা ফ্রিতে আপনি যে আনলিমিটেড ড্রাইভ পাচ্ছেন সেটি বিদেশের কোন প্রতিষ্ঠানের ড্রাইভ থেকে দেওয়া হচ্ছে। আপনি যে আজীবনের জন্য এটি পাচ্ছেন তার কোন নিশ্চয়তা নেই, কারণ প্রতিষ্ঠান গুগলের এই সার্ভিসটি যতদিন ব্যবহার করবে আর আপনাকে ড্রাইভ ব্যবহার করতে দেবে ঠিক ততদিনই এটা থাকবে। আর সবচেয়ে বড় কথা হল আপনার ফাইল অপব্যবহার হওয়ার সম্ভাবনা অনেক অনেক অনেক বেশি, কারণ আপনার ফোল্ডারে সেই বিশ্ববিদ্যালয় বা সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রবেশ করতে পারবে।
সুতরাং এ ধরণের আনলিমিটেড স্টোরেজ থেকে সাবধান!
সোহান সরকার ১৭ জুলাই, ২০২০