অল্প কথায় ধর্ষণ ও নারীর পোশাক

অশ্লীলতা সহ বেশকিছু বিষয় ধর্ষকের লালসাকে উস্কে দিতে পারে। বিকিনি পরে জনসম্মুখে ঘোরা (বিভিন্ন দেশে হচ্ছে) অশ্লীলতা, বিকিনিও একটি পোশাক।

অশ্লীলতা (বাস্তব ও মিডিয়ার সামগ্রিক অশ্লীলতাকে বোঝানো হচ্ছে, ধর্ষিতার পোশাকের দোষ বলা হচ্ছে না), অপসংস্কৃতি, মাদক, মূল্যবোধের অভাবের মত বিষয়গুলি ধর্ষণ বাড়াতে সহায়ক হলেও কাজটির জন্য (ধর্ষণের জন্য) ধর্ষকই দায়ী।

ধর্ষণ একটি বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। নির্দিষ্ট শ্রেণীর লোকেরাই এসব করছে, একজন সত্যিকার পুরুষ কখনো ধর্ষক হতে পারে না।

তাই ধর্ষণের প্রসঙ্গ আসলে অন্য সব বিষয়ে কথা বলার আগে ধর্ষণের শাস্তির বিষয়টি নিয়ে কথা হওয়াই বেশি জরুরী। প্রকৃতপক্ষে একজন ধর্ষক পশুর চেয়েও নিকৃষ্ট।

সোহান সরকার 
১৫ অক্টোবর, ২০২০

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।