সন্তানকে হেফজখানায় পাঠানোর আগে
সন্তানকে কুরআন শেখাবেন, খুবই ভাল কথা। আমার সন্তানকেও শেখাবো ইনশাআল্লাহ। কিন্তু কুরআন শেখানোর জন্য সন্তানকে কোন অমানুষের হাতে তুলে দেওয়ার আগে একবার ভাববেন। বিভিন্ন মাদ্রাসায় বা হেফজখানায় শিশুদের বেদম প্রহার, বলাৎকারের খবর প্রায়ই শোনা যায়। সত্যি বলতে সংখ্যাটা কম নয়, আশঙ্কাজনক বেশি। নাবালক সন্তান যে অপরাধই করুক তাকে প্রহার করা বাবা-মায়ের জন্যও জায়েজ নেই। সেখানে …