বর্ণবাদ, কিভাবে সমাধান হবে?

এটা সমাধাণ নয়, জোড় করে কালো আর সাদাকে দেখতে একই রকম সুন্দর লাগে বলা।
কালো ও সুন্দর, কালো দেখতে ভাল লাগে ইত্যাদি বলে আসলে বর্ণবাদ কমবে না, বরং এভাবে বলতে গিয়ে কখনো বর্ণবাদটাই প্রকাশ হয়ে যায়।
প্রকৃতপক্ষে এটাই হওয়া উচিত যে মানুষকে তার গায়ের রং দিয়ে বিবেচনা না করা। আর এটা কেবল বলার বিষয় নয়, প্রকাশ করার বিষয়।
সোহান সরকার
৪ মার্চ, ২০২১

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।