ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়া হারাম?
ক্ষেত্রবিশেষে ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়া হারাম, আমাদের দেশের একজন বিশিষ্ট আলেম এটি ফতোয়া দিয়েছেন। আর এটিই আবার অনেকের কাছে হাস্যকর লাগছে, হাহা রিয়েক্ট দেওয়া নাকি আবার হারাম। মূলতো ইসলামের বিধানগুলো কিভাবে হয় বা হালাল, হারামের বিধানগুলো কিভাবে নির্ধারণ হয় এ বিষয়ে তাদের ধারণা নেই বলেই এই ফতোয়া হাস্যকর লাগছে। অনেকে আবার দেখি আলেমদের প্রশ্ন করেন, …