বিশ্ব রাঙ্কিংয়ে স্থান পাওয়া দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের দুটি সরকারি আর দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। অবস্থান খুব ভাল না হলেও কেবল এই চারটি বিশ্ববিদ্যালয়ই কিন্তু স্থান পেয়েছে।
এদিকে একদল কোচিং ব্যবসায়ী বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের এই বলে বিভ্রান্ত করার চেষ্টা করে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই খারাপ, দাম নেই। তারা একজন ছাত্রের পছন্দের বিষয়ে ভর্তি হতে নিরুৎসাহিত করে নিজেদের ব্যবসার স্বার্থে।
এছাড়া নানা কারণে অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে নানা কটুক্তি করে। সহজ কথায়, অনেকেই প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালগুলোকে হিংসা করে।
বিশ্ববিদ্যালয় সরকারি না বেসরকারি এটা নিশ্চয়ই বড় বিষয় হওয়ার কথা না, বড় বিষয় হওয়ার কথা কোনটি কোন দিক থেকে বেশি অবদান রাখছে দেশের জন্য, বিশ্বের জন্য।
সোহান সরকার ১০ জুন, ২০২১