চানাচুরওয়ালার ইংরেজি বলা

একজন চানাচুরওয়ালা অথবা রিকশাওয়ালা ইংরেজিতে কথা বলছেন, দেখে লোকজন অবাক। এখানে অবাক হাওয়ার মত তেমন কিছু দেখি না। ইংরেজি একটা ভাষা, ভাষা শেখার জন্য বিশেষ বুদ্ধিমান হওয়ার বা বিশেষ পরিশ্রমের দরকার হয় না। চানাচুরওয়ালা ক্যালকুলাসের জটিল কোনো সমস্যা সমাধান করে দিচ্ছেন দেখলে অবাক হওয়ার বিষয় ছিল।
চানাচুরওয়ালা ইংরেজি বলতে পারে, এটা দেখে অবাক হই না, অবাক হই এদেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা কোন উচ্চ শিক্ষিতের বাংলা বলতে না পারা দেখে।
সোহান সরকার
২৮ এপ্রিল, ২০১৮

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।