ময়লা ও গ্লাভস

ইফতারের জন্য খাবার কেনার সময় দেখি বিক্রেতা হাতে পলিথিনের গ্লাভস পরে থাকেন। দুইদিন দু’জনকে জিজ্ঞেস করলাম, এগুলো কেন পরেছেন? উত্তরটা অনেকটা এমন দেন, আরে ভাই, বোঝেন না? হাতে তো ময়লা থাকতে পারে, না পরলে খাবারে ময়লা লেগে যেতে পারে।
বললাম, ময়লা যাতে না লাগে এই জন্য পরেন? বলে, হ্যাঁ, এজন্যই তো। বললাম, ভাই, এটা পরেই এই হাত দিয়ে টাকা নিচ্ছেন, সব করছেন, তাহলে এটা পরে আসলে লাভটা হচ্ছে কি? তখন আর কথা বলে না।
একদিন তো একজন বিক্রেতাকে দেখলাম গ্লাভস পরে প্যান্টস ঠিক করছেন, ইত্যাদি আরো কাজ করার পর আবার লোকজনকে ইফতার দিচ্ছেন। যেন ওই গ্লাভসে এমন কিছু আছে যাতে কোন জীবনুই টিকবে না।
ওদের আর দোষ দিয়ে কি লাভ, আমাদের বোতলের মিনারেল খাওয়া বহু লোকজনই তো অন্য পানি দিয়ে গ্লাস ধুয়ে সে গ্লাসে মিনারেল পানি ঢেলে খায়।
সোহান সরকার
১২ জুন, ২০১৮

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।