ওয়াজ, মসজিদের নামে টাকা তোলা

রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে ওয়াজের জন্য টাকা চাওয়া আমাদের দেশে খুব স্বাভাবিক ঘটনা। লোকজন দেয় ও টাকা। কে আসবে, কি ওয়াজ করবে তা নিয়ে কেউ ভাবে না, যদিও ওয়াজের নামে গাঁজাখুরি গল্পগুজব আমাদের দেশে কম হয় না। প্রকৃত আলেমদের কথা বলছি না, বেশ ভাল বয়ান করেন এমন আলেম ও দেশে অনেক আছে।
একদিন গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলাম, একজন আসলো মসজিদের জন্য টাকা চাইতে। বললাম, এভাবে মসজিদের জন্য টাকা তোলার বিধান ইসলামে আছে? রাসূল (সঃ) বা তার সাহাবীরা কি মসজিদের জন্য রাস্তায় ঘুরে টাকা তুলেছেন? লোকটি আমার কথা পছন্দ করলেন না, করার কথাও না। তাকে বুঝিয়ে বললাম, অন্য ধর্মের লোকেরা কিন্ত বিষয়টি খারাপ ভাবে নিতে পারে, তারা ভাবতে পারে, ইসলাম মানুষের কাছে হাত পাতা শেখায়। মনে হল, তিনি কিছুটা বুঝেছিলেন। তিনি স্বীকার করলেন, অন্য ধর্মের লোকেরা হয়তো এসব ভাল চোখে দেখেন না।
ইসলাম অত্যন্ত সুন্দর ধর্ম, মন্দ কিছুই ইসলাম শেখায় না। আপনার রাস্তায় ঘুরে ঘুরে মসজিদ পাকা করার কি দরকার? এলাকাবাসী টাকা না দিলে মসজিদ কাঁচাই থাকুক। তাতে তো নামাযের সওয়াব কম হবে না।
দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা ইসলাম সঠিকভাবে পালন করছে না। কিছু অবুঝ মুসলিমের কারণে অনেকে ইসলামকে কটাক্ষ করার সুযোগ পায়, যদিও ইসলাম এসব শেখায় না। প্রকৃত ইসলাম কি, জানার জন্য পড়তে হবে কুরআন ও সহীহ হাদিস।
সোহান সরকার
১২ এপ্রিল, ২০১৮

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।