আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর

তুরস্কে জাদুঘরকে মসজিদ বানানোতে দেখলাম অনেকের মন খারাপ।
স্থাপনাটি প্রথমে গির্জা ছিল, পরে মসজিদ, পরে জাদুঘর, এখন আবার মসজিদ। মসজিদ থেকে জাদুঘর হয়েছিল, আবার জাদুঘর থেকে মসজিদ হওয়ায় অনেকের মন খারাপ।
প্ৰথম কথা, গির্জাটিকে অবৈধভাবে মসজিদ বানানো হয়েছিল না, কিনে নেওয়া হয়েছিল। এখনো বিভিন্ন দেশে গির্জা বিক্রি হয়, টাকা থাকলে আপনি গির্জা কিনে মসজিদ, বাড়িঘর, যেটা খুশি বানাতে পারেন।
পরে সেই স্থাপনাটিকে মসজিদ থেকে জাদুঘর বানানো হয়েছিল অবৈধভাবে, ক্ষমতা খাটিয়ে। আর গির্জা বিক্রি করা হলেও মসজিদ বিক্রিরও কোন নিয়ম নেই।
এখন অবৈধভাবে জাদুঘর বানানো মসজিদটিকে আবারো মসজিদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। অনেকে বলছেন, আহা! দুনিয়া থেকে একটা জাদুঘর কমে গেল। অথচ সেখানে এখনো সব ধর্মের লোকদের প্রবেশাধিকার থাকছে।
অনেক মুসলিমদেরও দেখা যায় বিভিন্ন দেশের মিডিয়ার খবরে আবেগ দেখাতে। মিডিয়া এটাই চায়, আপনার আবেগকে তারা নিয়ন্ত্রণ করতে। আপনি যত কম জানবেন তত বেশি নিয়ন্ত্রিত হবেন।
সোহান সরকার
১২ জুলাই, ২০২০

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।