ইউটিউবে অশ্লীল ভিডিও সামনে আসে?

একবার ট্রেনে পাশের আসনে একজন ছিলেন যিনি আমার চেয়ে বয়সে কিছুটা বড় ও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটির ছাত্র।
আলাপের মাঝে তিনি আমাকে বললেন, তিনি ইউটিউব চালান না, কারণ খারাপ ভিডিও (অশ্লীল ডিডিও) সামনে আসে।
আমি নিজের ফোন থেকে ইউটিউবে ঢুকে বললাম, দেখেন আমার এখানে একটাও খারাপ ভিডিও আসে না। শেষ পর্যন্ত তিনি বিষয়টি বুঝেছিলেন।
ইউটিউব বা ফেসবুকের মত স্থানগুলোতে আপনি যে ধরণের জিনিস দেখবেন সে ধরণের জিনিসই সামনে আসবে। যাদের ইউটিউবে খারাপ ভিডিও আসে তারা নিজেরা খারাপ ভিডিও দেখা বাদ দিয়ে ভাল ভিডিও দেখা শুরু করলে আস্তে আস্তে আপনার ফোনের ইউটিউবও ভাল হয়ে যাবে।
সোহান সরকার
১১ অক্টোবর, ২০২০

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।