আমার বাচ্চা বিড়াল বইটি একজন প্রকাশক ছাপাবেন বলে কথা দিলেন। তারপর কথা রাখলেন না। আজ না কাল, কাল না পরশু করে করে বইটি আর সে বছর মেলায় আসলোই না।
পরের বছর, অন্য প্রকাশনার স্টলে একের পর এক বিক্রি হচ্ছে বইটি, সে বছর স্টলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর মধ্যে এই বইটি ছিল।
সেই প্রকাশকের সাথে দেখা করলাম, কথায় কথায় তাকে নিয়ে গেলাম স্টলে। যেতেই স্টল থেকে এক লেখক ভাই আমাকে ডেকে বললেন, “একটু আসতে হবে, আপনার অটোগ্রাফের জন্য ওনারা অপেক্ষা করছেন।” সেই প্রকাশক আর দেরি করতে চাইলেন না, তার সামনেই আরো একটা বই বিক্রি হল।
আমি সাধারণত এভাবেই প্রতিশোধ নেই। এখানে মাত্র ১ বছর ছিল। প্রতিশোধ নেওয়ার জন্য আমি ৫, ১০, ২০, ৫০ বছরও অপেক্ষা করতে পারি।
কারো ক্ষতি না করেও প্রতিশোধ নেওয়া যায়, আমি এটিই করি।
সোহান সরকার ৫ ডিসেম্বর, ২০২১